যাদবপুর, কলকাতা:
কলকাতার যাদবপুরে এক স্থানকে কেন্দ্র করে দ্বীপ দানে অংশ গ্রহণ করলেন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা কলকাতা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু। ২০ অক্টোবর ২০১৯ তারিখে সন্ধ্যা ৭ ঘটিকায় প্রায় ২০-৩০ জন ভক্তের সমাগমে শ্রী দেবানন্দ হরিদাস প্রভুর পরিচালনায় এই সান্ধ্যকালীন অনুষ্ঠান আনন্দমুখর হয়ে ওঠে। শ্রীপাদ ভাগবত কীর্তন প্রভু দামবন্ধন লীলা ও দামোদর মাসের মাহাত্ম্য বর্ণনা করেন এবং তার সুমধুর কন্ঠে দামোদর অষ্টকম কীর্তন পরিবেশনের মাধ্যমে সমস্ত ভক্তসঙ্গে ভগবান শ্রী দামোদর কে দ্বীপ প্রদান করেন। এরপর পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু শ্রীল প্রভুপাদ রচিত শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ থেকে একটি শ্লোক পাঠ করেন ও তার ব্যাখ্যা আলোচনা করেন।