আলিপুরদুয়ারঃ
০৯/১০/ ২০১৯ ,তারিখে দশমীর দিন আলিপুরদুয়ার কামাখ্যাগুড়িতে সান্ধ্যকালীন অনুষ্ঠানে গড়ে উঠল আর এক নব নামহট্ট সংঘের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর ইসকন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা আলিপুরদুয়ার জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ শ্যাম সখা দাস ব্রহ্মচারী প্রভু এবং তার সহকারি বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সর্বপ্রিয় চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু। দশমীর দিন সকাল থেকেই ভক্তদের ভিড়ে ভরে উঠেছিল কামাখ্যাগুড়ি র এই অঞ্চল। বৈকাল ৫ ঘটিকায় বৈষ্ণব মহাজন’ বিরচিত ভজন কীর্তন এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে র শুভ সূচনা ঘটে। এই স্থানে সান্ধ্যকালীন অনুষ্ঠানের প্রায় ২০-২৫ জন ভক্তের সমাবেশ ঘটে ।
একই দিনে সন্ধিক্ষণে সন্ধ্যারতি কীর্তনের পর আলিপুরদুয়ারের খালিসামারি তেও নামহট্ট এর নতুন সংঘ গঠন হল।