তাটলা, চাকদহ, নদীয়া:
২৮ শে সেপ্টেম্বর ২০১৯, নদীয়া জেলার চাকদহ থানার অন্তর্গত তাটলায় এক শ্রদ্ধা কুটিরে শ্রীধাম মায়াপুর ইসকন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক তথা নদীয়া জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু মঙ্গলআরতি সম্পন্ন করেন। এরপর ওই শ্রদ্ধা কুটিরের ভক্তবৃন্দ দের নিয়ে তিনি জপ যজ্ঞ অনুশীলন করেন। সকাল ৭ ঘটিকায় ওই স্থানে শ্রীগুরু পূজাদি, শ্রীগুরু বন্দনা, আরতি, কীর্তন সম্পন্ন করেন পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু শ্রীমদ্ভাগবত পাঠ থেকে একটি শ্লোক পাঠ করেন এবং তার ব্যাখ্যা আলোচনা করেন। সবশেষে মহাপ্রসাদ বিতরণ এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।
তারপর দিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ২০১৯, তারিখ তাটলার রায়পাড়া অঞ্চলে এক শ্রদ্ধা কুটিরে ভজন কীর্তন সহযোগে সন্ধিক্ষণে এক ভক্তের জন্মদিন পালন অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে শ্রীপাদ বসুদেব নন্দন প্রভু উপবিষ্ট ছিলেন। ভজন কীর্তন এরপরই ওই স্থানে অনুষ্ঠিত হয় সন্ধ্যারতী, এবং নৃসিংহ পূজা। এরপর পূজ্যপাদ বসুদেব নন্দন প্রভু শ্রীমদ্ভাগবত থেকে শ্লোকাবলি পাঠ করেন ও তার ব্যাখ্যা আলোচনা করেন। এই জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন ভক্ত বৃন্দ। সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান চলতে থাকে। পরিশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।