কলকাতা:
কলকাতার বাঙ্গুর এ গত ২৬ শে সেপ্টেম্বর ২০১৯ তারিখে নতুন ভক্ত গৃহে নামহট্ট অনুষ্ঠান সংঘটিত হল। এই গৃহে উপবিষ্ট ছিলেন শ্রীধাম মায়াপুর ইসকন নামহট্ট বিভাগের অন্যতম প্রচারক শ্রদ্ধেয় পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু ও তার সহকারি বৃন্দ। এ অনুষ্ঠানের পরিচালক তথা সম্রাট সরকার প্রভুর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে প্রায় ২৫ জনের অধিক ভক্ত সমবেত হয়েছিলেন। সন্ধ্যা ৬ ঘটিকায় ভজন কীর্তন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর শ্রীপাদ ভাগবত কীর্তন প্রভু ভক্তদের উদ্দেশ্যে শ্রী হরি কথা পরিবেশন করেন এবং ভক্তদের কৃষ্ণপ্রেম প্রদান করেন। এই গৃহের ভক্তরা শ্রীপাদ ভাগবত কীর্তন প্রভুর সান্নিধ্য পেয়ে খুবই আনন্দ পেয়েছেন বলে জানা গেছে।