নদীয়া:
নদীয়া জেলার হরিণঘাটা অঞ্চলে মধ্যাহ্নকালে এক শ্রাদ্ধঅনুষ্ঠানকে কেন্দ্র করে ২৭/০৯/১৯ তারিখে নামহট্ট এর অনুষ্ঠান সংঘটিত হল। উক্ত অনুষ্ঠানে উপবিষ্ট ছিলেন শ্রীধাম মায়াপুরের ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা নদীয়া জেলার ভারপ্রাপ্ত প্রচারক পূজ্যপাদ বসুদেব নন্দন দাস ব্রহ্মচারী প্রভু। প্রায় ২০০ জন ভক্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সকাল দশটা থেকে হরিনাম সংকীর্তনের সহযোগে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। তারপর অবিরত ধারায় প্রায় দু’ঘণ্টা ধরে কীর্তন মেলা অনুষ্ঠিত হয়। তারপর পূজ্যপাদ বসুদেব নন্দন প্রভু তার সাবলীল ভাষায় শ্রীমদ্ভাগবত কথা পরিবেশন করেন। শ্রীমদ্ভাগবত পাঠ শেষে এই স্থানে শুরু হয় মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন।
আরতী কীর্তন এর পর এই শ্রদ্ধা কুটিরের পরিচালক শ্রীল প্রভুপাদের রচিত ৫টি শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করেন। দুপুর ২ টা পর্যন্ত এই অনুষ্ঠান কার্য চলতে থাকে।তারপর সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগের দিন অর্থাৎ ২৬/০৯/১৯ তারিখের বসুদেব নন্দন প্রভু তিনটি শ্রদ্ধা কুটির পরিদর্শন করেন এবং নদীয়ার নাগারুখা এক ভক্ত বাড়িতে সন্ধ্যা আরতি কীর্তনে অংশগ্রহণ করেন। তারপর এই শ্রদ্ধা কুটিরের সমস্ত ভক্তদের নিয়ে হরিনাম যজ্ঞ অনুশীলন করা হয় এবং শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করা আলোচনা করা হয়।