মালকানগিরি, ওড়িশা:
২৭ শে সেপ্টেম্বর ২০১৯ তারিখে ওড়িশার মালকানগিরি শহরে অনুষ্ঠিত হল হরি নাম যজ্ঞঅনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর ইসকন মন্দির থেকে আগত নামহট্ট বিভাগের উড়িষ্যার ভারপ্রাপ্ত রাজ্য প্রচারক পূজ্যপাদ সুবলহরি দাস ব্রহ্মচারী প্রভু। সন্ধ্যা ৬ ঘটিকায় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রায় ৫০-৬০ জন ভক্ত কে নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। ভজন কীর্তন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সুচনা ঘটে। নৃত্য কীর্তন সহযোগে এই আনন্দমুখর সন্ধ্যারতিতে প্রায় সমস্ত ভক্ত যোগদান করেছিলেন। সন্ধ্যারতির পর সুবলহরি প্রভু প্রতিটি ভক্তের উদ্দেশ্যে শ্রীমদ্ভাগবতম এর জ্ঞান প্রদান করেন।
এরপর তিনি শ্রদ্ধাবান ভক্তদের উদ্দেশ্যে হরিনাম জপ প্রদান করেন। পরিশেষে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।