উত্তর দিনাজপুর:
২৬ শে সেপ্টেম্বর ২০১৯ তারিখে নন্দকুমার প্রভুর তত্ত্বাবধানে উত্তর দিনাজপুরের প্রচারকার্য চলছে বিপুল পরিমাণে। ২৫ তারিখ সন্ধ্যায় পূজ্যপাদ নন্দগোপ প্রভুর শ্রীমুখ থেকে চৈতন্যচরিতামৃতের মাধবেন্দ্র পুরী ও গোপীনাথ এর লীলা কথা শ্রবণ করার পর শ্রদ্ধেয় নবকৃষ্ণ প্রভু এই লীলায় প্রভাবিত হয়ে পরদিন সকালে অর্থাৎ ২৬ তারিখ শ্রীল প্রভুপাদ এর রচিত শ্রীচৈতন্যচরিতামৃতের পরিপূর্ণ খন্ড গ্রহণ করলেন নন্দকুমার প্রভুর নিকট থেকে।
অন্যদিকে মধ্যাহ্নকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত এক গ্রামে মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন এ অংশগ্রহণ করেন নন্দকুমার প্রভু এবং তার সহকারি বৃন্দ। প্রায় ২০০ ভক্ত এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। বেলা ১১ টার দিকে ভজন কীর্তন এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। তারপর পূজ্যপাদ নন্দকুমার প্রভু তার প্রাঞ্জল ভাষায় শ্রীমদ্ভাগবতের মহান জ্ঞান আলোচনা করেন। এই স্থানে শ্রীমদ্ভাগবত পাঠ এর পরেই শুরু হয় মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন। সবশেষে সমস্ত ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।