পেমরা, বর্ধমান:
১৯ শে সেপ্টেম্বর ২০১৯ তারিখে ভক্তের বন্যায় প্লাবিত হলো বর্ধমান জেলার পেমরাঞ্চল। এইদিন শ্রীধাম মায়াপুরের ইসকন নামহট্ট বিভাগের অন্যতম খ্যাতনামা জেলা প্রচারক তথা বর্ধমান জেলার ভারপ্রাপ্ত প্রচারক পরম পূজনীয় শ্রীপাদ নরোত্তম সেবক দাস ব্রহ্মচারী প্রভু এই স্থানে উপবিষ্ট ছিলেন। বিকেল ৫ ঘটিকায় হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘটে, তারপর শুরু হয় শুভ সন্ধ্যারতি। এই স্থানের ভক্তগণ এইদিন দিব্য আনন্দে মাতাল হয়ে উদ্দম নৃত্য করতে থাকে। প্রায় ২৫০ ভক্ত এই সন্ধ্যা আরতি অনুষ্ঠানে যোগদান করেছিলেন। সন্ধ্যারতির পর পূজ্যপাদ নরোত্তম সেবক দাস ব্রহ্মচারী প্রভু তার সহজাত অনায়াস গম্য ভাষায় প্রভুপাদের রচিত শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ থেকে পাঠ করে ভক্তদের গীতার জ্ঞান দান করেন। তারপরে তিনি প্রতিটি ভক্তের উদ্দেশ্যে হরিনাম জপ শিক্ষা প্রদান করেন এবং প্রত্যেক ভক্তকে একটি করে জপের মালা দেন আর দেখিয়ে দেন, সেই মালাতে কিভাবে ভগবানের অপ্রাকৃত দিব্যনাম জপ করতে হয়। এই স্থানে তিনি শ্রীল প্রভুপাদের রচিত কিছু গ্রন্থ বিতরণ করেন এবং কিছু জপমালা বিতরণ করেন। পরিশেষে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।