নসরতপুর, নাদন ঘাট, পূর্ব বর্ধমান:
১৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে পূর্ব বর্ধমানের নাদন ঘাট থানার অন্তগত নসরতপুর এলাকায় শ্রী জগন্নাথ মন্দিরে শুরু হল সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর ইসকন নামহট্ট এর প্রচারক শ্রীপাদ মহাবাহু গৌর দাস ব্রহ্মচারী প্রভু। প্রায় ২০০ জন শ্রদ্ধালু ভক্তের উপস্থিতিতে আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে উক্ত স্থানের প্রতিটি অংশ। তাছাড়াও ভজন-কীর্তন শ্রবণে এবং সন্ধ্যা আরতি দর্শনে, নর্তনে ভক্তদের মন আনন্দে বিগলিত হয়ে ওঠে। তারপর শ্রীপাদ মহাবাহু প্রভু তার সহজ সরল অনাড়ম্বর ভাষায় শ্রীমদ্ভাগবতম কথা পরিবেশন করেন। সবশেষে সমস্ত ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করে আপন আপন শ্রদ্ধা কুটিরের উদ্দেশ্যে গমন করেন।