রাজারামবাটি, হুগলি:
১১ সেপ্টেম্বর ২০১৯ হুগলির রাজারামবাটী এলাকায় ইসকন্ নামহট্ট এর অন্যতম শাখা রাজা রামবাটি নামহট্ট সংঘে অনুষ্ঠিত হলো নামহট্ট মহামিলন অনুষ্ঠান। শ্রীধাম মায়াপুরের ইসকন এর নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা হুগলি জেলার প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌর দাস ব্রহ্মচারী প্রভু উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তা ছাড়াও উপস্থিত ছিলেন প্রায় ৩০ জন ভক্ত। এখানকার উপ চক্রপতি শ্রীপাদ রামেশ্বর মাধব দাস প্রভু।এইদিন শ্রীপাদ আত্মানন্দ প্রভু চারটি বাড়ি পরিদর্শন করেন এবং শ্রীল প্রভুপাদের রচিত শ্রীমদ্ভাগবতম এর একটি পরিপূর্ণ খন্ড প্রচার করেন। সন্ধ্যা ৬ ঘটিকায় থেকে এই অনুষ্ঠানের শুরু হয় এবং তা চলতে থাকে রাত্রি ৮ পর্যন্ত। সবশেষে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।