হুগলী জেলার আরামবাগ থানার অন্তর্গত শালালপুর মণ্ডলপাড়ায় ৩১/১/২০২১ তারিখে একটি ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ভাগবতীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রচারক ইসকন মায়াপুর নামহট্ট এর অন্যতম জেলা প্রচারক আত্মানন্দ গৌড় দাস ব্রহ্মচারী প্রভু। প্রভাস মন্ডলের প্রভুর ব্যবস্থাপনায় এই স্থানে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নানান ধরনের ভাগবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগর সংকীর্তন দ্বারা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর মঙ্গলাচরণ, ভজন কীর্তন, প্রবচন অনুষ্ঠিত হয়। ভাগবতীয় প্রবচন দেন পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস প্রভু। প্রবচন শেষে শুরু হয় মধ্যাহ্ন কালীন ভোগ আরতি । এই অনুষ্ঠানে প্রায় ৬০০ জন ভক্ত উপস্থিত ছিল এবং সবশেষে সমস্ত ভক্তের জন্য মহাপ্রসাদের সুব্যবস্থা থাকে।
হুগলী জেলার শালালপুর মণ্ডলপাড়ায় ভাগবতীয় অনুষ্ঠান
হুগলী জেলার আরামবাগ থানার অন্তর্গত শালালপুর মণ্ডলপাড়ায় ৩১/১/২০২১ তারিখে একটি ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ভাগবতীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার ভারপ্রাপ্ত জেলা প্রচারক ইসকন মায়াপুর নামহট্ট এর অন্যতম জেলা প্রচারক আত্মানন্দ গৌড় দাস ব্রহ্মচারী প্রভু। প্রভাস মন্ডলের প্রভুর ব্যবস্থাপনায় এই স্থানে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নানান ধরনের ভাগবতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগর সংকীর্তন দ্বারা এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর মঙ্গলাচরণ, ভজন কীর্তন, প্রবচন অনুষ্ঠিত হয়। ভাগবতীয় প্রবচন দেন পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস প্রভু। প্রবচন শেষে শুরু হয় মধ্যাহ্ন কালীন ভোগ আরতি । এই অনুষ্ঠানে প্রায় ৬০০ জন ভক্ত উপস্থিত ছিল এবং সবশেষে সমস্ত ভক্তের জন্য মহাপ্রসাদের সুব্যবস্থা থাকে।