২৮/১/২০২১ আজকে তারিখে হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত হাবাসপুতা গ্রামে গোবিন্দ আদক প্রভুর বাড়িতে মধ্যাহ্নকালীন একটি ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা হুগলি জেলার প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌড় দাস প্রভু ও তার সহকারী ভক্তবৃন্দ গণ। অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলতে থাকে। মঙ্গলাচরণ দ্বারা অনুষ্ঠানটির শুভ সূচনা হয় তারপর ভজন কীর্তন, প্রবচন ও তারপর দুপুরের ভগবান শ্রী শ্রী রাধা মাধব, শ্রী নৃসিংহদেব,শ্রী পঞ্চতত্ত্ব ও জগন্নাথ বলোদেব সুভদ্রা মহারানীর মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠিত হয়। ভোগ আরতির শেষে সমস্ত ভক্তের জন্য মহাপ্রসাদ এর ব্যবস্থা থাকে। এখানে প্রায় ৩৫০ জন ভক্ত উপস্থিত ছিল।