সূর্যাপুর,মালদা:
মালদা জেলার সূর্যাপুর অঞ্চলের বাসিন্দা শ্রীযুক্ত আত্মারাম প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে প্রাতঃকালীন সময়ে ১৬ ই ডিসেম্বর ২০১৯ তারিখে শুভ মঙ্গলআরতী , শ্রীগুরু আরতী ও শ্রীগুরু পূজা সম্পন্ন করেন নামহট্ট বিভাগের অন্যতম সুখ্যাতি পরায়ন প্রচারক তথা মালদা জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ গোপী প্রিয় গোপাল দাস ব্রহ্মচারী এবং তাঁর সহকারি বৃন্দ। এরপর এই স্থানেই তাঁরা প্রাতঃকালীন মহাপ্রসাদ গ্রহণ করেন।
মধ্যাহ্নকালে এই স্থানেই ভোগ আরতি অনুষ্ঠান সুসম্পন্ন হয়। প্রায় ২০ জন ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূজ্যপাদ গোপি প্রিয় প্রভু উপস্থিত সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন। প্রভুর হরিকথা প্রদানের পর এই স্থানে মধ্যাহ্নকালীন ভোগ আরতি অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। আরতির পর সকল ভক্তের উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এরপর বৈকাল ৫:০০ ঘটিকা থেকে ভজন কীর্তন এর মাধ্যমে সূর্যাপুরের বাসিন্দা চন্দন মন্ডল প্রভুর শ্রদ্ধাকুটির প্রাঙ্গণ ভরে ওঠে। প্রায় ৪০ জন ভক্ত উপস্থিত থেকে এই শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে সন্ধ্যাকালীন আরতি পরিবেশন করেন। সন্ধ্যারতির পর এই শ্রদ্ধাকুটির প্রাঙ্গণে পূজ্যপাদ গোপী প্রিয় প্রভু উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে হরিকথা প্রদান করেন। সবশেষে সমস্ত ভক্তির উদ্দেশ্যে মহাপ্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।