১৫/১/২০২১ তারিখে বীরভূম জেলার সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি গ্রামে শ্রদ্ধাকুটির ভিজিট করা হয়। এই ভিজিটে উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট বিভাগের অন্যতম জেলা প্রচারক তথা মুর্শিদাবাদ, বীরভূম ও পাকুড় জেলার ভারপ্রাপ্ত জেলা পরিদর্শক পূজ্যপাদ নিত্যানন্দ চৈতন্য দাস ব্রহ্মচারী প্রভু ও তার সহকারী ভক্তবৃন্দগন । শ্রদ্ধা কুটিরের ভক্তদের ভক্তি জীবনে সমস্যা সমন্ধে জানার চেষ্টা ও তার সমাধানের চেষ্টা করা হয়।প্রতিটি বাড়িতে কিছু সময়ের জন্য হরি কথা করে শুনানো হয়। সকাল থেকে সন্ধ্যাকালীন পর্যন্ত এই ভিজিট চলতে থাকে। সারাদিন ব্যাপী এই কর্মসূচিতে প্রায় ৮ টি শ্রদ্ধাকুটির ভিজিট করা হয়। এই ভিজিট কালীন সময়ে প্রায় ৬ টি জপমালার সেট , ১টি গীতা ও ১টি নামহট্ট বই প্রচার করা হয় এবং সেইসঙ্গে জপমালায় কিভাবে ভগবানের দিব্য নাম জপ করা হয় সেই সম্পর্কে বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এরপর সন্ধ্যাকালীন সিউড়ি গ্রামে রাধাকুণ্ড কৃপা প্রভুর নেতৃত্বে একটি সন্ধ্যাকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ভজন কীর্তন ও ধনাঢ্য সন্ধারতি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা আরতির শেষে পূজ্যপাদ নিত্যানন্দ প্রভু ভক্তদের উদ্দেশ্যে ভাগবতীয় হরিকথা করে শোনান। এবং সবশেষে প্রায় ২০০ জন ভক্তের জন্য প্রসাদ এর সুব্যবস্থা থাকে।
বাড়ি পশ্চিমবঙ্গ বীরভূম বীরভূম জেলার সিউড়ি গ্রামে শ্রদ্ধা কুটির ভিজিট ও সন্ধ্যাকালীন ভাগবতীয় অনুষ্ঠান