পূর্ব মেদিনীপুর জেলায় চন্ডিপুর বাইপাস এলাকায় ১৩/০১/২০২১ তারিখে দুপুর একটি নামহট্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাই সকাল 10 টা থেকে দুপুর দুটো পর্যন্ত এই অনুষ্ঠান চলতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীধাম মায়াপুর থেকে আগত পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী প্রভু, সুবল গোপাল দাস ব্রহ্মচারী প্রভু ও আরো অনেক সরকারি ভক্তবৃন্দ। পূজ্যপাদ ভাগবত কীর্তন দাস প্রভু সুমধুর কন্ঠে ভজন কীর্তনে এই অনুষ্ঠান আনন্দ মুখর হয়ে ওঠে। ভজন কীর্তন এর পর অনুষ্ঠিত হয় ভাগবতীয় হরি কথা। ভাগবতীয় হরি কথা বলেন পূজ্যপাদ সুবল গোপাল প্রভু। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন ভক্ত বৃন্দ উপস্থিত ছিল। সবশেষে সবার জন্য মহাপ্রসাদের সুব্যবস্থা থাকে।
ওই একই দিনে চন্ডিপুরের হলদি চকে বিকাল থেকে আরেকটি নামহট্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল থেকে ভজন কীর্তন ও সন্ধ্যায় নৃত্য সহযোগে বর্ণাঢ্য সন্ধারতি অনুষ্ঠিত হয়। সন্ধারতি শেষে শুরু হয় ভাগবত পাঠ অনুষ্ঠান। এখানে প্রায় ১২০জন ভক্ত উপস্থিত ছিল। সবশেষে সবার জন্য মহাপ্রসাদ এর সুব্যবস্থা থাকে।